দেশ যখন সর্বময় ক্ষমতায়
জনমনহীন রায়ে পোক্ত
তখন কণ্ঠরোধ হয় রাজপথে
ভেসে রাজপথ রক্তাক্ত।
এখানে লুটেরা বসে রাজ গদিতে
মুছে দেয় গণতন্ত্রের কাব্যেকথা
বোকারা প্রলাপে হায়-হুতাশ করে
আহা! কোথায় যাচ্ছে সভ্যতা?
জনমনহীন রায়ে পোক্ত
তখন কণ্ঠরোধ হয় রাজপথে
ভেসে রাজপথ রক্তাক্ত।
এখানে লুটেরা বসে রাজ গদিতে
মুছে দেয় গণতন্ত্রের কাব্যেকথা
বোকারা প্রলাপে হায়-হুতাশ করে
আহা! কোথায় যাচ্ছে সভ্যতা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন