বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

নদীর উথাল-পাতাল ঢেঁউ

ও নদী ক্ষরস্রোতে ভেঙ্গে দিলি কার সোনার শহর
ও নদী ভেঙ্গে দিলি স্বপ্নডাঙ্গার পাড়া-পড়শির ঘর
ও নদী কেড়ে নিলি অনুরাগীর কপলের সিঁধুর
ও নদী গহীরে ডুবিয়ে দিলি রাখালিয়ার সুর
ও নদী তোর বুকে একটু কি মায়া নাই
ও নদী পাষান হৃদয় তোর মত আর নাই
কারও নাই নাই নাই নাইরে
ও নদী পাষান হৃদয় তোর মত আর নাই

(নদীর উথাল-পাতাল ঢেঁউ, বাঁধিতে নাই কেউ
ক্ষরস্রোতে দু‘কূল ভেঙ্গে যায়।)

নয়া ভেলায় ডাক পড়িলে বৈঠা বায় ত্বরায়
ও সে পাষাণে ভূলায়
নতুন পাতা সবুজ গায়ে ফাগুন জাগায়
ও সে পুলকে মজায়
তবে তোর চলনে রসের রঙ্গ কেন ভেসে যায়
হায় কোন সে সীমানায়
কারও নাই নাই নাই নাইরে
ও নদী পাষান হৃদয় তোর মত আর নাই

(নদীর উথাল-পাতাল ঢেঁউ, বাঁধিতে নাই কেউ
ক্ষরস্রোতে দু‘কূল ভেঙ্গে যায়।)

আমার ভেস্তে গেলে ঘর, আমি পড়ি তার ভিতর
দিন পড়িতে দিনের মায়া নাই
যখন সময় সে ফুরায়, আমার দেহ খাবি খায়
স্বাদের জীবন জলেতে মিলায়
তবে জীবনটাকে মিছে মায়ায় কেন বেসে যাই
বাসিবার যা ছিল কেন বাসতে পারি নাই
কারও নাই নাই নাই নাইরে
ও নদী পাষান হৃদয় তোর মত আর নাই

(নদীর উথাল-পাতাল ঢেঁউ, বাঁধিতে নাই কেউ
ক্ষরস্রোতে দু‘কূল ভেঙ্গে যায়।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন