আমার মাঝে আমি না রইলে
আমার রব সে রবে কোনখানে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
গীতায় স্বয়ং বিধাতা, বলিছে সে গুহ্য কথা
জীবেতে আত্মারুপে বসত, করে চিণ্ময়আত্মা
যদি আত্মায় আত্মা না চিনে, মানুষ চিনিবে কেমনে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
দেহেতে সাঁইত্রিশট্রিলি কোষ ঘের, তাতে দুইশ রকম ফের
শুদ্ধসংঘ না পেলে বান্ধব, বুঝবে কি হেরফের
আবার অহমে ইন্দ্রিয় না শুধে, শুদ্ধ হৃদয় পাই কেমনে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
আগে কর্ম কর ঠিক, তবে পাইবে সঠিক দিক
ষড়রিপু বশ হইবে, মানুষ হইবে ঠিক
অবিবেচক কয় গীতা-কোরাআন-বাইবেল, তাহাই বলে বর্ণনে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
আমার রব সে রবে কোনখানে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
গীতায় স্বয়ং বিধাতা, বলিছে সে গুহ্য কথা
জীবেতে আত্মারুপে বসত, করে চিণ্ময়আত্মা
যদি আত্মায় আত্মা না চিনে, মানুষ চিনিবে কেমনে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
দেহেতে সাঁইত্রিশট্রিলি কোষ ঘের, তাতে দুইশ রকম ফের
শুদ্ধসংঘ না পেলে বান্ধব, বুঝবে কি হেরফের
আবার অহমে ইন্দ্রিয় না শুধে, শুদ্ধ হৃদয় পাই কেমনে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
আগে কর্ম কর ঠিক, তবে পাইবে সঠিক দিক
ষড়রিপু বশ হইবে, মানুষ হইবে ঠিক
অবিবেচক কয় গীতা-কোরাআন-বাইবেল, তাহাই বলে বর্ণনে
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
ওরে ও ভোলা মন-
মানুষ না হয়ে মানুষ ভজিব কেমনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন