বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

অসার জন্ম

জন্মে যাদের তীব্র ঘৃণা
মর্মে তাদের কি?
রক্ত গঙ্গা সাঁতরে সেথায়
মানুষ খুঁজেছি

মানুষ খুঁজেছি আতুরঘরে
খুঁজেছি অন্ধ কবরে
বসতঘরের চারপাশ খুঁজেছি
অষ্ট প্রহর ঘুরে

ঘুরে-ঘুরে খয়ে জন্ম
আয়ু করি পার
মর্ম চোখের চর্ম তুলে
জন্ম হয় অসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন