হয় আজ অথবা কাল।
কিন্তু সেবা পেশাকে বেছে নিয়ে কাপুরুষের মত জীবন বাঁচাতে ঘরে আবব্ধ হতে চাই না।
মৃত্যু দ্রুত হানা দিতে চাইলেও তাকে অভিবাদন জানাই।
যদি মৃত্যু কেড়ে নিতে চায়, তবে একটাই আপসোস অবশিষ্ট বর্তমান থাকবে। তা হল- আমার ছোট দুটো বোনকে আর যে সন্তানকে সহসায় ভরসা দিয়ে মমতার দুনিয়ায় নিয়ে এলাম, তাদের কোন শক্ত ভিট আমি রচনা করে যেতে ব্যর্থ হলাম।
সর্বতো সকলের মঙ্গল কামনায়, স্রষ্টা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।