সোমবার, ২২ জুলাই, ২০১৩

দিন কাটে

এদের দিন কাটে
খোলা আকাশের নিচে
শনশন বাতাসে
কীট-পতঙ্গের যন্ত্রনায় নীরবে
খেলাঘরে অকারণ স্বপ্নহেলায়।


আমাদের দিন কাটে
এলোমেলো বিছানায়
বিড়িপোড়া গন্ধে
চকচকে বালির যন্ত্রনায় নীরবে
খেলাঘরে বার-বার ব্যর্থখেলায়।

ওদের দিন কাটে
ফোমরাখা খাটে রাজমহলে
এসির কৃত্রিম হাওয়ায়
মানুষের অভিশাপে কুড়ে-কুড়ে
খেলাঘরে অনাকাঙ্খিত জয়ধারায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন