আর কি বাকী আছে?
দূষণে আমি আর তুই;
অন্ধকারে চিলেকৌঠা পার হয়ে
যখন আপন চরিতার্থে পীড়া উঠে
তখন ঘাম শরীরে লেপ্টে
বাসনার বীষে লোভের শরীর।
অনেক সহেসি যাতনা
বিবর্ণপথ শুকনো পাতার মর্মরে
যখন বিষন্নতা ভোলে না
তখন ভেবে খুঁজে পাই
মহাকাশেরও সুখ নেই নিঃসঙ্গতায়!
শুকতারার সুখও ক্ষয়ে!
অমূলক স্পর্শে যেটুকু সুখ
তা আরক্তচোখে কঠোর হয়
প্রভাতে ডুবসাঁতারের বঞ্চনায়,
ঠিকানাবিহীন জীবনের তরে
এ‘টুকু্ই কি সুখের ঠিকানা?
দূষণে আমি আর তুই;
অন্ধকারে চিলেকৌঠা পার হয়ে
যখন আপন চরিতার্থে পীড়া উঠে
তখন ঘাম শরীরে লেপ্টে
বাসনার বীষে লোভের শরীর।
অনেক সহেসি যাতনা
বিবর্ণপথ শুকনো পাতার মর্মরে
যখন বিষন্নতা ভোলে না
তখন ভেবে খুঁজে পাই
মহাকাশেরও সুখ নেই নিঃসঙ্গতায়!
শুকতারার সুখও ক্ষয়ে!
অমূলক স্পর্শে যেটুকু সুখ
তা আরক্তচোখে কঠোর হয়
প্রভাতে ডুবসাঁতারের বঞ্চনায়,
ঠিকানাবিহীন জীবনের তরে
এ‘টুকু্ই কি সুখের ঠিকানা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন