ঐ‘দেখ সখী মরিবার, কিযে সুখ তার
আমি মরব সে মরবে, কে নেবে মৃত্যুর দায়ভার
সখী কি সুখ বল কার
এক প্রেমেতে দু‘জনার প্রাণ হল বনাচার
হাস কেন ওগো সখী বল সমাচার।
[হাসব নাতো করব কি, বল সখা প্রাণ ওহে
প্রেমেরমূল্য বুঝবে কি, জনে-জনে প্রাণ দহে।]
সে মর-মর করে, আমি মরি তার সুরে
বীষের জ্বালা শীষে মিশে, মরি প্রেমের তরে
সখী রূপ কেন এমন তার
প্রেমের পাশে মতিমালা, গলে কদাচার
চৈত্রে দহণ জ্বালায় জীবন, হল চারখার।
[দহনজ্বালা সে মালা, হয়ে জড়ায় গলে
প্রেমের অনলে অঙ্গার না হলে, প্রেম কি তারে বলে।]
আমি মরব সে মরবে, কে নেবে মৃত্যুর দায়ভার
সখী কি সুখ বল কার
এক প্রেমেতে দু‘জনার প্রাণ হল বনাচার
হাস কেন ওগো সখী বল সমাচার।
[হাসব নাতো করব কি, বল সখা প্রাণ ওহে
প্রেমেরমূল্য বুঝবে কি, জনে-জনে প্রাণ দহে।]
সে মর-মর করে, আমি মরি তার সুরে
বীষের জ্বালা শীষে মিশে, মরি প্রেমের তরে
সখী রূপ কেন এমন তার
প্রেমের পাশে মতিমালা, গলে কদাচার
চৈত্রে দহণ জ্বালায় জীবন, হল চারখার।
[দহনজ্বালা সে মালা, হয়ে জড়ায় গলে
প্রেমের অনলে অঙ্গার না হলে, প্রেম কি তারে বলে।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন