মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

শুভ জন্মদিন

নিসঙ্গ পথচারী, সুদূর পথে
হেঁটে যায় একাকী অকারণ
চলে যাওয়া সে পথে
ভালোবাসা বাঁধে তারে আমরণ।

সে ভালোবাসা ভূলে, পথে ফেলে যে
পাষন্ড চিত্ত তার,
পথে-পথে ঝরা ফুলে
পদদোষে চিত্তবিষে একাকার,


না তুলি সে পথের ফুল, আজন্ম করি ভূল
সে ভূলের দিলেম এই ক্ষণঋণ
অন্তরের অন্তঃস্থলে, আজীবন নিলেম তুলে
একমুঠো শিউলি ফুলে, শুভ জন্মদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন