চেনা সুতো
বাঁধে তোমাকে-আমাকে-তাকে
দূর বিজনে; নির্জনে,
এই সংসার মোহতলে
দুঃখ-সুখ ভাগাভাগি করে
মমতার বানে।
সুতো বাঁধে
বন্ধনে আমি-তুমি-সে
পরস্পর কাছে-দূরে; ক্রমন্বয়ে,
ঝিনুকের মুক্তো কুড়োনো জলে
বিকেল চুমোয় ভালোবাসায়
আপন ভূবণে।
এই সংসারময় সুতোয় বাঁধাবাঁধি
চেনা-অচেনা মুখ বিশ্লেষন বিশেষনে
অথবা হারানো বেলায়, বিচ্যুরিত প্রমোদনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন