বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

ব্যর্থ জীবনের মাতালময় অনুচ্ছেদ-


ব্যর্থ আমি!
তাকে ভালোবাসতে পারিনি বলে!
নিজেকে চিনতে পারিনি বলে!

আগ্রহ আমার নিকোটিনের ধৌঁয়াময় চারিদার
সূরার ঢোকে মাতালময় অনুচ্ছেদ-
যেখানে সৃজন নেই; প্রতিষ্ঠা নেই
অতঃপর জেগে থেকে-
মরার মত পড়ে থাকা দুনিয়ায়
অনাচার, অবজ্ঞা সবের চিহ্নিত ব্যবচ্ছেদ।


জীবনভর মলিনতা আমার;
মূর্চ্ছনায় বিহঙ্গের গান শুনে না,
সবুজের মায়ায় টলে না,
সমূদ্রের গর্জন কিংবা বর্ষার প্লাবনে ভাসে না।
সব স্বপ্ন-স্বাদ পড়ে থাকে-
অনাদরে; আঁধারের অভ্যর্থনায়।

কিন্তু; সত্যি কি ভালোবাসতে পারিনি আমি?
তবে; এ যে নিকোটিনের মায়া, সে কেন ছাড়ে না?
কেন ছাড়ে না সূরার টলটলে দেহের ভাবার্থ
কিংবা অগ্রাসী অন্ধকার?
যদি ভালো না ভাসতেই পারতাম, তবে-
কেন নিকোটিন কিংবা সূরার টলমলে থমকে থাকা বেলায়
অগ্রাহ্য স্মৃতি‘রা হাতছানি দেয় ফেলে আসা বালুকা বেলার?

না তবু ভালোবাসা হয় না;
শ্রাবণ বসন্ত, ঝিরিঝিরি সুখে
পাপড়ী ছড়ানো ফুলের টানে আমায় যেমনটি মাতায়
নিকোটিন আর সূরার সুখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন