বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩

অঘোরের ঘোরে ঘুরছে প্রকৃতি


বুক চিরে দেখ; এ প্রহসণ হৃদয়টাকে কুড়ে-কুড়ে খায়
দায় আমার ৪২ বছরের জমানো ক্ষরণের,
নিশ্চুপে কত বিলাপ, কত আহাজারী সে শূণ্য মিলিয়ে গেছে
অন্তর‘টাকে খুলে এনে যদি দেখাতে পারতাম
তবে হয়ত দেখতে এ প্রহসণে সে কতটা চিহ্ন-ভিন্ন।


হৃদয় আগুনের ঝলসে গেছে বহুবার
প্রবল ঘূর্ণিঝড়ে ঘুছে গেছে চিৎকার
শুধু হিংস্র জানোয়ারের বেড়ে উঠা নখর দেহে গেঁথেছে
ক্ষমতার প্রসারণে নিয়ে গেছে আমার স্বপ্ন-বাতুলতা।

ক্ষমতার কাছে আজ মানবতা নস্যি!
রক্তের তৃপ্তস্বাদ স্বার্থন্বেষীর রসদ যোগান দেয়
আর আমার বাড়ন্তবেলা চৌকাঠ জড়ানো অন্ধকুঠুরীরে মারা পড়ে
লিপ্সু জিহ্বায় পড়ে থাকা জীবনের প্রতিরূপ।

না; হাজার হাহাকার নস্যি হতে পারে
সদলবলে যদি না থাকে প্রিতী
হিংস্রদানবের হিংস্রতা পুষে দেয়া মানবতায়
অঘোরের ঘোরে ঘুরছে প্রকৃতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন