বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

সম্পর্ক

হয়ত এমন করেই সম্পর্কগুলো ভেঙ্গে যায় অথবা এঁটে থাকে
যেমন করে পাতাঝরা দিন আসে কিংবা ফুলের সৌরভ বাতাস মাখে
দেয়ালের তৈলচিত্র দেখি অবিভূত হয়ে, দেখি চৌকাঠের শৈল্পিক চিত্র
দু‘ই টানে, অগত্য কোথায় মিলে যায় শীতল সাঁতারের ত্রয়োদশবিন্দু

বিনিদ্রা ছায়াঢাঁকা পথে হেঁটে যেতে-যেতে কত কি বিশেষণ খুঁজি
ভাবি সবুজে পীতবর্ণ যদি মিশত, যদি ঐ দিগন্তের পাখিরা
ডানা না মেলত, তবে স্বাদ কি হত এত উড়বার অথবা
উড়তে গিয়ে উদাসী সন্ন্যাসীর মতো সব ভুলে থাকবার?

বেলা আসে যায়, অধর বেয়ে পড়া অশ্রুসিক্ত সজলচোখ
কাউকে বয়ে যেতে দেয়, মনে এনে দেয় ভুলে যাওয়া দিনের গানের কলি,
অথবা গুন-গুন করে তোলা স্বরলিপির সরগম।

কত কিছু ভুলবার আশায় থাকি,
উদাস আকাশ আর নীলনীলিমার কত বিন্যাস
সাতাশইঞ্চি জীবন পথ এগুলো আরো কতকিছু থেমে পড়বে,
তবু বাধ্যবাধকতায় বাঁধি নিজেকে। বলি একদিন জীবন পাব
মিশে যেতে-যেতে একদিন যখন সব মিটিয়ে দেব,
তখন আর ভাবনারাও সাড়া দেবে না। নিজেকেও লুকোতে যাব না।
জীবনের ভ্রান্তশিকলে একদিন সব হিসেব আটকে পড়বে
হয়ত এমন শিকলেই সম্পর্ক‘রা একদিন স্থায়ীরূপ পাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন