নোঙ্গর তোল, ওহে মাঝি
নোঙ্গর তোল
মাঝনদীতে উঠেছে জোয়ার
শিঘ্রই চল, শিঘ্রই চল
ভরা জোয়ারে বেগতিক নদী
উঠেছে ঢেঁউ খরতল,
পাষান ঢেঁউয়ে যাবে ডুবে
জীবন বৈঠা অস্তাঃচল
বিপদে সাহস রাখিও ওমাঝি
কূলের পথে নোঙ্গর তোল
সমূহ বিপদে আর নয় কর দেরী
শিঘ্রই চল, শিঘ্রই চল
ওহে মাঝি;
আসছে তেড়ে ঝড়
খর ঢেঁউ উগ্র ঝড়ে
কর একটু ত্বর
এমন ক্ষনে আর্তপাশে
তোমার দূরদর্শী ছাহনী
শক্তহাতে ধর বৈঠা
কন্ঠে বাজুক মুক্তিরবাণী
অদম্য সাহস জানি তোমার বুকে
সে সাহসে পথ এগিয়ে চল
মুক্তির বাজনা বাজছে নিঃশ্বাসে
শিঘ্রই চল, শিঘ্রই চল।
নোঙ্গর তোল
মাঝনদীতে উঠেছে জোয়ার
শিঘ্রই চল, শিঘ্রই চল
ভরা জোয়ারে বেগতিক নদী
উঠেছে ঢেঁউ খরতল,
পাষান ঢেঁউয়ে যাবে ডুবে
জীবন বৈঠা অস্তাঃচল
বিপদে সাহস রাখিও ওমাঝি
কূলের পথে নোঙ্গর তোল
সমূহ বিপদে আর নয় কর দেরী
শিঘ্রই চল, শিঘ্রই চল
ওহে মাঝি;
আসছে তেড়ে ঝড়
খর ঢেঁউ উগ্র ঝড়ে
কর একটু ত্বর
এমন ক্ষনে আর্তপাশে
তোমার দূরদর্শী ছাহনী
শক্তহাতে ধর বৈঠা
কন্ঠে বাজুক মুক্তিরবাণী
অদম্য সাহস জানি তোমার বুকে
সে সাহসে পথ এগিয়ে চল
মুক্তির বাজনা বাজছে নিঃশ্বাসে
শিঘ্রই চল, শিঘ্রই চল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন