রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকব

বাংলাদেশে আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন ক্ষমতালিপ্সু আওয়ামী আর বিএনপি, রক্তপিপাসু দেশদ্রোহী জামাত-শিবির, সৈরাশাসক জাতীয় পার্টি, সুবিধাবাদী জাসদ-বাসদ, সুশীলের মুখোশধারী বামপন্থি-ডানপন্থি কমিউনিস্ট‘রাই আমাদের নিয়তি।

কেননা-
আমাদের ভাষা থাকার পরও আমরা স্তব্ধ হয়ে গেছি,
আমাদের স্বপ্ন থাকার পরও আমরা অন্ধ হয়ে আছি,
আমাদের প্রেম-সহমর্মিতা থাকার পরও আমাদের চেতনারা উবে গেছে
আমাদের বুকপাটা চিৎকার থাকার পরও আমাদের হৃদয় মরে গেছে
আমাদের বিবেক থাকার পরও আমাদের ভাবনারা জড় হয়ে পড়েছে
সবচেয়ে বড় দূভার্গ্য আমাদের সামার্থ্য থাকার পরও আমরা আজ অথর্ব হয়ে পড়েছি।
তবু; বুক বেঁধে অনাকাঙ্থিত আশায় বিভোর হয়ে আওয়াজ তুলি-

‪#‎হোকপ্রতিবাদ‬ ‪#‎হোককলরব‬ ‪#‎হোকপ্রতিরোধ‬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন