১)
বুঝিনা- নির্বিকার জীবনই কি কেবল বৃত্তবন্দি?
ফুল কি কেবল ডালের বন্ধনিতেই-
উজাড় করে মধু বিলায়?
ক্ষয়ে-ক্ষয়ে সুবাস বিলায়?
মুগ্ধতায় রুপসুধা বিলায়?
তবে- ক্ষয়ে যেতে বন্দি হব প্রাতঃরাশে!
২)
কিছু মানুষ ঘরে বসেই
যুদ্ধজয়ের গল্প লেখে
সৈনিক কিন্তু রণাঙ্গণেই
যুদ্ধজয়ের গল্প শেখে।
৩)
বুঝিনা- নির্বিকার জীবনই কি কেবল বৃত্তবন্দি?
ফুল কি কেবল ডালের বন্ধনিতেই-
উজাড় করে মধু বিলায়?
ক্ষয়ে-ক্ষয়ে সুবাস বিলায়?
মুগ্ধতায় রুপসুধা বিলায়?
তবে- ক্ষয়ে যেতে বন্দি হব প্রাতঃরাশে!
২)
কিছু মানুষ ঘরে বসেই
যুদ্ধজয়ের গল্প লেখে
সৈনিক কিন্তু রণাঙ্গণেই
যুদ্ধজয়ের গল্প শেখে।
৩)
যে বোঝে তারে না হয় যায় বলা-
যে বুঝতে করে ছলা-কলা, তারে বোঝাতে কে নেবে জ্বালা?
যে বুঝতে করে ছলা-কলা, তারে বোঝাতে কে নেবে জ্বালা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন