দয়াল গো...
ও দয়াল, দয়াল গো.....
দয়াল- মাতাল হাওয়ায় উদাস এ মন পাগল হয়েছে
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে....
বাবুই পাখি বাসা বুনে সুনিপুন অতি
আমার দেখিয়া এমন কর্ম মনে জাগে মতি
তাই পরের খড়-কুটো কাটি, মজি জগত বিনাশে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
দেহমোড়া জড়ধেনু সুখের আশায় ছুটে
আমি কামনার ফলা বানিয়ে দিলেম তাতে জুটে
এখন চলছে জীবন লুটে-পুটে, না দেখে ভিতর-বাহিরে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
কাঁদেতে কলিকাল এসে কালি মেখে যায়
আমার দেহ-কর্ম চিত্তমর্ম ভুমিতে লুটায়
অর্হনিশ জীবন খাতায়, অনেক হিসেব জমেছে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
ঝরা-জিহ্ন দেহ নিয়ে সাধু সঙ্গ করি
গুরুর পদপদ্মে মজে স্মরি হে শ্রীহরি
আমার কূলহারা তরী ব্যকুলে ছুটে, ডুবে মরি অকূল সমুদ্রে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
ও দয়াল, দয়াল গো.....
দয়াল- মাতাল হাওয়ায় উদাস এ মন পাগল হয়েছে
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে....
বাবুই পাখি বাসা বুনে সুনিপুন অতি
আমার দেখিয়া এমন কর্ম মনে জাগে মতি
তাই পরের খড়-কুটো কাটি, মজি জগত বিনাশে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
দেহমোড়া জড়ধেনু সুখের আশায় ছুটে
আমি কামনার ফলা বানিয়ে দিলেম তাতে জুটে
এখন চলছে জীবন লুটে-পুটে, না দেখে ভিতর-বাহিরে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
কাঁদেতে কলিকাল এসে কালি মেখে যায়
আমার দেহ-কর্ম চিত্তমর্ম ভুমিতে লুটায়
অর্হনিশ জীবন খাতায়, অনেক হিসেব জমেছে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
ঝরা-জিহ্ন দেহ নিয়ে সাধু সঙ্গ করি
গুরুর পদপদ্মে মজে স্মরি হে শ্রীহরি
আমার কূলহারা তরী ব্যকুলে ছুটে, ডুবে মরি অকূল সমুদ্রে...
আমি সুখের আশায় বিষ গিলে প্রাণে মরি যে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন