বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

নিজেকে খুঁজে নিতে পারাটাই প্রত্যেকের জন্য সবচেয়ে বড় সফলতা

নিজেকে খুঁজে নিতে পারাটাই প্রত্যেকের জন্য সবচেয়ে বড় সফলতা। আপনি যখন আপনার ভিতরটাকে জানবেন, আপনি জানতে পারবেন আপনার ক্রোধ-হিংসা-অহংবোধ-দ্বেষ-ঘৃনা-সংযুক্তি। আবার আপনি যখন আপনার বাহিরটাকে জানবেন, আপনি বুঝবেন আপনার বাহ্যিক রুপ-লাবন্যপ্রভা-সবুজ-সৌন্দর্য-শৈর্য্য-বীর্য ।

যিনি নিজের ভিতর-বাহির সম্পর্কে অবগত, তিনি ধীর-স্থির হন। নিজের ভার অনুযায়ী কথা বলেন, বিষয়িক গতিবিধি সতর্কতার সাথে প্রত্যক্ষ করেন।

মানুষ তখনই কেবল নিজেকে আর সকলে চিন্তার উর্দ্ধে স্থাপন করতে সক্ষম হন, যখন তিনি তার গতিপ্রকৃতি যথার্থভাবে অনুধাবন করতে সমর্থ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন