বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

সৎ জীবন-যাপনের জন্য প্রাইভেট চাকুরী খুঁজছেন?

সৎ জীবন-যাপনের জন্য প্রাইভেট চাকুরী খুঁজছেন? তবে মানষিক প্রস্ততির সময় এখনই-

প্রাইভেট চাকুরী করতে গেলে, প্রথমে মনে রাখা প্রয়োজন-
কোম্পানীতে মালিকের ইচ্ছেই ইচ্ছে, আপনি তার টাকায় কেনা গোলাম।
আপনার ইচ্ছে-অভিলাষ থাকবে স্বাভাবিক, তবে সেটা গোপনে।

প্রথমে যোগদানের সময় আপনার শিক্ষাজীবনের অর্জিত ফসল
বন্ড সই করে জমা দিয়ে কোম্পানীর দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করতে হবে।
আপনি কোম্পানীর ক্ষতি করতে পারেন যেকোন সময়,
তাই সরকারী জামিনদার দেখাতে হবে।
কোম্পানীতে কাজ করার ইচ্ছে আছে মানে-
কোম্পানী যেকোন কাজ করতে প্রস্তুত হতে হবে।
আপনার বাড়ি টেকনাফ অফিস তেঁতুলিয়া, সমস্যাবোধ করা যাবে না।
আপনার নিয়োগ অফিসের কর্মকর্তা হিসেবে, কিন্তু কোম্পানী চাইলে
আপনাকে চায়ের কাপ টানাতে পারে, তাতে রাগ করা যাবে না।
কোম্পানীর গ্রাহক বীষ খাওয়ালে তা হজম করে
কোম্পানীর প্রয়োজন মিটিয়ে নিতে হবে।
প্রয়োজন মিটাতে বীষক্রিয়ায় মরে গেলে আপনি ব্যর্থ,
বেঁচে থাকলে আপনি কোম্পানীর একনিষ্ট কর্মচারী।

এখানে গ্রাহকের সাথে মালিকের সম্পর্ক বজায় রাখার প্রয়োজনে আপনাকে
মিথ্যে অন্যায়-অপবাদ মুখ বুজে সইবার মানষিকতা রাখতে হবে।
আপনি যতদিন শ্রম-মেধা খাটাতে সক্ষম ততদিন আমি কোম্পানীর কর্মচারী,
অক্ষম হয়ে পড়লে মেনে নিতে হবে-
কোম্পানী আপনার মত ছা-পোষাদের রাখবে কেন?

ডিউটির ক্ষেত্রে আপনার অফিসে ডোকার সময় নির্দিষ্ট হবে,
কিন্তু বের হবার সময় কোম্পানীর মার্জি মাপিক...
পরপর তিনদিন দেরিতে অফিসে গেলে আপনার একদিনের মাইনে কাটা।
প্রতিদিনকার সময়ের চেয়ে একটু বেশী ডিউটি করলে কোম্পানী খুশি হবে,
কিন্তু ওভারটামই বা কোন সুযোগ-সুবিধার প্রসঙ্গ এলে কোম্পানী এড়িয়ে যাবে।

বছর শেষ, সারাবছর শ্রম করে আশা পুষে আছেন বছর শেষে বেতন বাড়বে,
কিন্তু কোম্পানী এসে শুনাল কোম্পানীর লস হচ্ছে, অনেক কোম্পানী বন্ধ করে দিচ্ছে
কোম্পানীতে কাজ করতে হলে ২০% কম বেতনে করতে হবে,
না হলে চাকুরী ছেড়ে যেতে পারেন, মেনে কাজ করতে হবে।

সবশেষ যে কথাটি মাথায় রাখতে হবে-
কোম্পানী মনে করে আপনাকে অন্যকেউ দু‘টাকায় পুছত না,
অথচ তিনি কিংবা তার কোম্পানী আপনাকে জামাই আদরে রাখছেন।
প্রস্তুত আছেন তো? তবে আবেদন করুন, চাকুরী আপনার জন্য অপেক্ষমান।
রাজী না থাকলে যুদ্ধ করুন নিজের জন্য,
যদি টিকে যান তবে অন্যদের জন্য কানাওয়ালা বাঁশ নিয়ে দাঁড়াবারও সুযোগ আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন