কেউ যখন ঘর বাঁধার স্বপ্ন দেখে, তখন সে তার চারপাশে দেখা অনেক হীরে-জহরত-মণি-মুক্তো থেকে বেছে-বেছে সেরাগুলোকে নিয়ে আলোকসজ্জা তৈরী করে স্বপ্নের ঘর সাজায় আর সেরা হীরে সুউচ্চে সাজায়ে রাখে যেন সবাই দেখে।
কিন্তু যখন বাস্তবতার ঘর সাজাতে যায়, সে দেখে সবটাই মূলত আলোকছটা, যা নষ্ট অকেজো জিনিস জ্বালিয়ে চোখ ধাঁধিয়ে ছিল। আর নিজের আপ্রাণ প্রচেষ্টায় সারাজীবন এই অকেজো জিনিস সাজিয়ে রঙমশাল জ্বালাতে হবে!
কিন্তু যখন বাস্তবতার ঘর সাজাতে যায়, সে দেখে সবটাই মূলত আলোকছটা, যা নষ্ট অকেজো জিনিস জ্বালিয়ে চোখ ধাঁধিয়ে ছিল। আর নিজের আপ্রাণ প্রচেষ্টায় সারাজীবন এই অকেজো জিনিস সাজিয়ে রঙমশাল জ্বালাতে হবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন