বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

উর্বর উপযুক্ত

জমিন ফসল ফলাবার জন্যই, কিন্তু ভালো ফসল পেতে গেলে জমিনকে উর্বর উপযুক্ত করে নিতে হয়। যে যত ভালো উর্বর করতে সক্ষম, তার জমিনের ফসল তত সজীব, তত ফলনশীল আর তত সুমিষ্ট।

প্রতিটি বুকের খাঁজে যে ছোট্টকুঠুরি, ওটাও জমিনের মত ভালোবাসা ফলবার জন্যই প্রস্তুত থাকে। সেখান থেকে সজীব-সুমিষ্ট প্রেম-প্রেরণা পেতে প্রত্যেকেই আপনা শ্রমেই স্থানটিকে উর্বর করে নিতে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন