নদীর বুকে বসত আমার, বুঝলনারে নদী
তাইতো আমি জনম দুখী, কষ্ট নীরবধিরে, (কষ্ট নীরবধি)।
স্বপ্ন দেখে নদীর ঢেঁউয়ে, বাঁধি প্রথম ঘর
সে ঘর আমার ভেঙ্গে গেল, পাথারের ভিতররে, (বুঝলনারে নদী)।
করালস্রোতে নদীর ঢেঁউ, মোহনায় মিলায়
তলায়ে গেল আশা আমার, অতল নেশায় রে, (বুঝলনারে নদী)।
তাইতো আমি জনম দুখী, কষ্ট নীরবধিরে, (কষ্ট নীরবধি)।
স্বপ্ন দেখে নদীর ঢেঁউয়ে, বাঁধি প্রথম ঘর
সে ঘর আমার ভেঙ্গে গেল, পাথারের ভিতররে, (বুঝলনারে নদী)।
করালস্রোতে নদীর ঢেঁউ, মোহনায় মিলায়
তলায়ে গেল আশা আমার, অতল নেশায় রে, (বুঝলনারে নদী)।