এই পৃথিবীতে আমায় এত, যতন করবে কে
ঐ মাটির বুকে মাযে আমার, ঘুমায়ে আছে।।
ত্রিভুবণে এত মায়ায় আর, জড়াবে আমায় কে
ঐ মাটির বুকে মাযে আমার, ঘুমায়ে আছে।।
দরদীয়া খুঁজে, দরদী ঐ মন, আমি মায়ের আঁশে
পথ ভেসে যায় নয়ন জলে আমার, মা না আসে কাছে।।
কত চাওয়া কত আশা, মাগো তোমার কাছে
আমার স্নেহ জড়ানো ভুবণে, আঁধার জমেছে।।
কেমনে মাগো পাষান বক্ষে, ধরে আছ মিছে
মমতার ঐ স্নেহডোরে, নাও না আমায় কাছে।।
উঠো মাগো বিনয় করি, দু‘চরণ প্রত্যাশে
কে আছে দেবে দু‘নয়ন মোর, আঁচলে মুছে।।
ঐ মাটির বুকে মাযে আমার, ঘুমায়ে আছে।।
ত্রিভুবণে এত মায়ায় আর, জড়াবে আমায় কে
ঐ মাটির বুকে মাযে আমার, ঘুমায়ে আছে।।
দরদীয়া খুঁজে, দরদী ঐ মন, আমি মায়ের আঁশে
পথ ভেসে যায় নয়ন জলে আমার, মা না আসে কাছে।।
কত চাওয়া কত আশা, মাগো তোমার কাছে
আমার স্নেহ জড়ানো ভুবণে, আঁধার জমেছে।।
কেমনে মাগো পাষান বক্ষে, ধরে আছ মিছে
মমতার ঐ স্নেহডোরে, নাও না আমায় কাছে।।
উঠো মাগো বিনয় করি, দু‘চরণ প্রত্যাশে
কে আছে দেবে দু‘নয়ন মোর, আঁচলে মুছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন