সোমবার, ৩১ মার্চ, ২০১৪

গানঃ কেন এমন করে নীদ হরিলে প্রিয়


কেন এমন করে নীদ হরিলে প্রিয়
ও প্রিয় মোর, এমন রজনী
যায় কেটে দেখে-দেখে, নয়ন ভরা স্বপ্ন মেখে
চলে দিবস গুনি।

এইযে, আমার স্বপ্ন ভেলা, চলে খেলায় ঢেঁউয়ের তালে
মন উতালে চলে নীলে, তব সুর শুনি।
কেন এমন করে নীদ হরিলে প্রিয়
ও প্রিয় মোর, এমন রজনী।


রজনীর ঐ চন্দ্র-তারা, ভাসায় আমায় আলোক ধারায়
সে ধারায় মন ভিজায়ে, সুর ভাসায়ে, করি পাগলামী।
কেন এমন করে নীদ হরিলে প্রিয়
ও প্রিয় মোর, এমন রজনী।

ছেড়ো নাকো এমন করে, ভাসায়ে আমায় নয়ন ঝড়ে
যাবে তবে দিবস কেটে, বিভীষিকার রূদ্ধ নাটে, স্মৃতির জাল বুনি।
কেন এমন করে নীদ হরিলে প্রিয়
ও প্রিয় মোর, এমন রজনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন