সোনার জগতে, আকাল পড়েছে মানুষ আপন স্বভাবে
হায়রে; মনুষ্যগুন নাই আচারে, বেদ-বিচারের অভাবে।
মানুষ মানে মনুষ্যরূপী, নাইরে কোন হুঁশ
আপন স্বার্থ, আপন লয়, আপন তরে ঢুঁশ
হায়রে; পরগাছা যে আপনায় জড়ালো, দেখে না জ্ঞান বিভাবে।
প্রভাকরের জ্যৌতি চায়না মানুষ, চায় আঁধার পৌষ
আপন লোভে, আপন লালসায়, তমসা আপোষ
হায়রে; চারখার যে হয় ঢেঁউয়ে, চাহিবে কে নয়নপ্রবে।
মানুষরূপী অবিবেচক, আপন স্বার্থে রয়
হঠাৎ ভেবে দেখে হায়, একি পরিনয়
হায়রে; পশুজোনির জন্ম আচার, দেখী মনুষ্য চয়নভাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন