পদ্মা নদীরে, পদ্মা নদীরে……
ভেঙ্গে দিসনা আমার আশার দ্বার
তোর মায়া-মমতায় ঘেরা, আমার এই সংসার।
আমার রাত পোহায় তোর কূলে
নদীরে……ও পদ্মা নদীরে, ও…….নদীরে
আমার দিনকাটে তোর ছলে…….
এই জীবনযুদ্ধের নাও বেড়ে চলে, তোর বুকে পাল তুলে
সেই তুই যদি পাশে না থাকিস, দিক-বিদিক মোর আঁধার
ভেঙ্গে দিসনা আমার আশার দ্বার
তোর মায়া-মমতায় ঘেরা, আমার এই সংসার।
আমি কূলহারা ব্যাকুল হয়ে, তোর বুকে বাসা বাঁধি
আমি নিরাশা তোর ঢেঁউয়ে ভাসাই, সুখের কাঁদন কাঁদি
তুইযে, আমার জীবনসাথী, ভাঙ্গিসনা মায়ার দ্বার
ভেঙ্গে দিসনা আমার আশার দ্বার
তোর মায়া-মমতায় ঘেরা, আমার এই সংসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন