সোমবার, ৩১ মার্চ, ২০১৪

গানঃ আজ নয়নে মোর খেলেগো আলো - ভিডিও

আজ নয়নে মোর খেলেগো আলো, তোমারি নয়ন লুটে।।
বাদল বরষায় দেখেছি তোমারে, চলেছ ভেজা পথে
তোমারি নয়ন লুটে।

এইযে, আমার সীমানা পেরিয়ে আলো, ছড়িয়ে গেছে হৃদমিনারে তোমারে বাসিতে ভালো
ছ্ল-ছ্ল উত্তল বরষা…… তোমারি আশায়, যাবো দূর পথে হেঁটে
তোমারি নয়ন লুটে।

কতসুর কতগান আজি মিলালো এই পথে, আমার এই মন তবু কেন তোমারি সাথে-সাথে
কেনগো প্রেম তৃষা…..তোমারি আশায়, স্বপনের ছায়া পটে
তোমারি নয়ন লুটে।

ওগো প্রেয়ষী, ভালোবাসা কেন হয়! ভালোবেসে তোমাতে কেন জড়ালো মোর হৃদয়
ভালোবাসা কেন হয়?
সুখের লগনে আজ তোমার আমার আনাগোনা, আমার আমি তোমাতে মিলায়ে মনের জানাশোনা
এমন মমভাষা……তোমারি আশায়, রচিব যুগের রথে
তোমারি নয়ন লুটে।



                                                                        ভিডিও লিংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন