আজি বৃষ্টি ঝরছে অঝরে
আমার মনের নিকুঞ্জ বনে
জানি দেখা হবে না প্রিয়া
আজি তোমার সনে।
উৎফুল্ল মন নিয়ে তুমি
গেলে বাসর সাধনে
প্রেমের দহণ জ্বালায় আমি
মরি আজ ক্ষনে-ক্ষনে।
স্বপ্ন আমার আজো ফিরিছে
তোমার হৃদয় গ্রহণে
কেন তুমি মারিলে বল
প্রিয়া আমায় পরাণে।
পথপানে চেয়ে আজো থাকি
তোমারি অনুক্ষনে
আজো মালা গাঁথি কান্নায়
প্রিয়া তোমার স্মরণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন