সোমবার, ৩১ মার্চ, ২০১৪

গানঃ আজি বৃষ্টি ঝরছে অঝরে


আজি বৃষ্টি ঝরছে অঝরে
আমার মনের নিকুঞ্জ বনে
জানি দেখা হবে না প্রিয়া
আজি তোমার সনে।

উৎফুল্ল মন নিয়ে তুমি
গেলে বাসর সাধনে
প্রেমের দহণ জ্বালায় আমি
মরি আজ ক্ষনে-ক্ষনে।


স্বপ্ন আমার আজো ফিরিছে
তোমার হৃদয় গ্রহণে
কেন তুমি মারিলে বল
প্রিয়া আমায় পরাণে।

পথপানে চেয়ে আজো থাকি
তোমারি অনুক্ষনে
আজো মালা গাঁথি কান্নায়
প্রিয়া তোমার স্মরণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন