সোমবার, ৩ মার্চ, ২০১৪

মনমানুষি হারাবে যদি সুদূর দূরে

ওপাড়ে যাবার যদি, সময় হয়ে এল
একপেগ মদ দাও, যন্ত্রনা ভুলি ঘোরে
মনমানুষি; হারাবে যদি সুদূর দূরে
বীষকাঁটা বিঁধে দাও, যন্ত্রনায় ভুলি তারে।

কি এত লাভ হলো, আশায় মন রাঙ্গানোয় ?
নীড় ভোলা সুখের পায়রা, দিগন্তে ডানা ছড়ানো
ভোলা যায় কি হায়, যে মন জড়িয়েছে
দিনে-দিনে তাকে ঘিরে…………



মনমানুষি হারাবে যদি সুদূর দূরে
বীষকাঁটা বিঁধে দাও, যন্ত্রনায় ভুলি তারে।

প্রেম জানী বীষকাঁটায়, রক্তাক্ত পথের চারিদার
সবকিছু যায় ভোলা, দেখলে মুখখানী তার
সে মুখ যদি আজ; ভুলতে হয় জনমের তরে
কি আশায় বুক বেঁধে, থাকব আর এপাড়ে পড়ে।
মনমানুষি হারাবে যদি সুদূর দূরে
বীষকাঁটা বিঁধে দাও, যন্ত্রনায় ভুলি তারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন