সোমবার, ৩ মার্চ, ২০১৪

চেতনার হাল-বর্তমান


মামা দেখ কি সব আজে-বাজে মিনিংলেস বিতিকিচ্ছা-

কোনটা মামা?

এই যে কবি লিখলেন-
”এমন জীবনের তুমি করিবে গঠণ
মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ।”
-এটা একটা কথা হল?

কি কও মামা আমার তো মনে হয় ঠিকই আছে। একটা মানুষের মহৎ জীবনের অনুভব মানুষের মাঝে সব সময় বিরাজ করবে।


ধূর যা যত্তসব গাঁজাখুরি ফাউল কথা-

তাহলে মামা তোমার মতে এটা কি হওয়া উচিত?

আমার মতে এটা উচিত ছিল-
”এমন জীবনের তুমি করিবে গঠণ
মরিতে কাঁদিবে তুমি হাসিবে ভূবণ।”

এটা কেমন কথা মামা? তোমার কথার এখানে প্রাসঙ্গিকতা কোথায়?

আরে মাম্মা বুঝ না, মানুষ মরলে সে খারাপ ভালো যাই হোক না কেন সবাই দেখানোর জন্যে হলেও কাঁদে। কাঁদে কিনা বল?

হ্যাঁ; কাঁদে?

তবে-

তবে কি?

আরে বাবা- যখন সবাই কাঁদেই, তবে এমন জীবন গড়ার প্রসঙ্গতো থাকার প্রয়োজন নাই। কারণ এটা চিরাচরিত বিদ্যমান অবস্থা। জীবনটাকে যখন এমনভাবে গঠণ করবই তখন জীবনের বিন্যাসটা একটু বিচিত্রই হোক। আমার মতে মরিতে সবাইকে হাসিয়ে যাবার পরিকল্পনা নিয়ে মরিবার ইচ্ছাই মহৎ।
ধর; তোমার অবস্থা দেখে লোকে হাসতে-হাসতে পেটে খিল ধরিয়ে ফেলল আর তার মাঝে তোমার হাওয়া সরে গেল। লোকজন তোমাকে নেড়েচেড়ে দেখল, দেখে তুমি পডস গেছ গা। এ দেখে আবার সবাই খিল ধরিয়ে হাসা শুরু করল এ বলে- শালা পডস গেছে গা, শালার হাওয়া সরে গেছে গা। ব্যাপারটা অভিনব না? ব্যপারটা আজীবন মরে রাখার মতো কিংবা লিখে রাখার মতো বিষয় নয়কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন