সোমবার, ৩১ মার্চ, ২০১৪

গানঃ প্রাণ পাখিরে খোঁজ কি করে…


প্রাণ পাখিরে খোঁজ কি করে
খোঁজ পাওয়া তাঁর এত সহজ নয়।
পঞ্চ ইন্দ্রিয়ে তাঁর গমনাগমন,
নয়দ্বারে তাঁর সঞ্চালন
পঞ্চভুতে তাঁর অবস্থান
সে যদি না জানা হয়।

ত্রিলোকে তার ত্রিকাল দর্শন
যে পালকে হয় তাঁর পালন
যদি না থাকে তাকে স্মরণ
পাওয়া দূর্বিষহ।


দাও ভাসিয়ে মন-নদীতে ভেলা
চালাও পাখির পালক শালায়
যদি পাখির পালকে পাও
চাও বিনয়ে পাখি তয়।

যদি পাখি পাও হাতের খাঁচায়
মনে তবে ভয় না বিছায়
অবিবেচক কয় কাম তৃষা
থাকে সেথায় জয়।

মন পাখি যদি হাতে থাকে
গোলকধাম হাসি মুখে
নতুবা নরক যাতনা
সন্মুখে দেখায় ভয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন