গতকাল একজন বিখ্যাত কৌতুক অভিনেতার একটা কৌতুক পড়েছিলাম, যা অনেকটা এরকম-
“ছোটবেলায় আমার একটা সাইকেল পাবার তীব্র আকাঙ্খা ছিল, তাই আমি ঈশ্বরের নিকট প্রতিদিন একটা সাইকেল পাবার আশায় প্রার্থনা করতাম। দীর্ঘদিন প্রার্থনায় ঈশ্বরের সাড়া না পেয়ে, আমি একটা সাইকেল চুরি করে এনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলাম।”
কৌতুকটি পড়ার পর আমি বেশ ভাবলাম এবং দেখলাম আমাদের জীবনবোধের সাথে এই কৌতুকটির প্রভাব বিস্তর। আমাদের দেশের আপামর মানুষের দিকে তাকালে আপনার সহজে চোখে পড়বে- এদেশের একশ্রেণী যারা স্রষ্টার অনুগ্রহ পাবার আশায় তাঁর দরবারে ক্লান্তিহীন ফরিয়াদ জানিয়ে- অভুক্ত পড়ে পড়ে মরছে। আর অপরশ্রেণী যারা বৈধ-অবৈধ দু‘হাতে নিজের চাহিদার অতিরিক্ত টাকা কামিয়ে ভালো মানুষির পোশাক পড়ে মানুষকে দান-সদকা করে নাম ফুটাচ্ছে আর গলা ফাটিয়ে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করছে।
[মনে রাখুনঃ
১) যার নেই তার ফরিয়াদ পাবার। আর যার ক্ষমার ফরিয়াদ সে মুখোশধারী, ভন্ডরুপ আগলে সে সাধু হতে চায়।
২) পবিত্র ধর্মগ্রন্থগুলো সাক্ষ্য দেয়- দুনিয়া ভোগ আর মোহবাসনায় আবদ্ধ, তাই সাধারন মানুষ বিষয়াসক্ত নয়- এ কথাটি সম্পূর্ণ অবান্তর। সত্য এই- মানুষের কোন না কোন বিষয়-বৈভবে আসক্তি থাকেই। অতএব- সর্বসহায়ের কাছে মানুষের প্রার্থনার মূল প্রার্থনা‘ই বাসনার, ক্ষমার নয়।]
“ছোটবেলায় আমার একটা সাইকেল পাবার তীব্র আকাঙ্খা ছিল, তাই আমি ঈশ্বরের নিকট প্রতিদিন একটা সাইকেল পাবার আশায় প্রার্থনা করতাম। দীর্ঘদিন প্রার্থনায় ঈশ্বরের সাড়া না পেয়ে, আমি একটা সাইকেল চুরি করে এনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলাম।”
কৌতুকটি পড়ার পর আমি বেশ ভাবলাম এবং দেখলাম আমাদের জীবনবোধের সাথে এই কৌতুকটির প্রভাব বিস্তর। আমাদের দেশের আপামর মানুষের দিকে তাকালে আপনার সহজে চোখে পড়বে- এদেশের একশ্রেণী যারা স্রষ্টার অনুগ্রহ পাবার আশায় তাঁর দরবারে ক্লান্তিহীন ফরিয়াদ জানিয়ে- অভুক্ত পড়ে পড়ে মরছে। আর অপরশ্রেণী যারা বৈধ-অবৈধ দু‘হাতে নিজের চাহিদার অতিরিক্ত টাকা কামিয়ে ভালো মানুষির পোশাক পড়ে মানুষকে দান-সদকা করে নাম ফুটাচ্ছে আর গলা ফাটিয়ে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করছে।
[মনে রাখুনঃ
১) যার নেই তার ফরিয়াদ পাবার। আর যার ক্ষমার ফরিয়াদ সে মুখোশধারী, ভন্ডরুপ আগলে সে সাধু হতে চায়।
২) পবিত্র ধর্মগ্রন্থগুলো সাক্ষ্য দেয়- দুনিয়া ভোগ আর মোহবাসনায় আবদ্ধ, তাই সাধারন মানুষ বিষয়াসক্ত নয়- এ কথাটি সম্পূর্ণ অবান্তর। সত্য এই- মানুষের কোন না কোন বিষয়-বৈভবে আসক্তি থাকেই। অতএব- সর্বসহায়ের কাছে মানুষের প্রার্থনার মূল প্রার্থনা‘ই বাসনার, ক্ষমার নয়।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন