বুধবার, ২৭ জুলাই, ২০১৬

প্রবাসী বাঙ্গালির গল্প



মেদু মিয়া প্রবাস থেকে দেশে ফিরেছে। দীর্ঘদিন পর দেশে ফিরলে বাড়িতে আনন্দের জোয়ার উঠে। কৌতুহলী ময়-মুরুব্বি‘রা ঘিরে ধরে তার প্রবাস জীবনের গল্প শুনতে- আর মেদু মিয়াও আগ্রহ নিয়ে গল্প শুরু করে-

আরে ভাই বলবেন না, সে দেশ আর আমাদের দেশ? সবকিছুতে আকাশ-পাতাল ব্যবধান।আমাদের এখানে তো কেবল খুনোখুনি-ঝড়গা-ফ্যাসাদ আর তারা যারা-যার মতো করে সে চলছে, কেউ কারও দিকে তাকাবার পর্যন্ত সময় নেই। সবচেয়ে আশ্চর্য্য কি- আমাদের দেশের মানুষের শরীরে মলে কি বাজে দূর্গন্ধ, কিন্তু কি কমু ভাই বিদেশে তারা যেমন ভালো-ভালো সুগন্ধি গায়ে মাখে তেমনি সুগন্ধিযুক্ত খাবার খায় আর তাদের মলগুলোও বেশ সুগন্ধযুক্ত। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি- তাদের মল পড়ার সাথে-সাথেই মাটি হয়ে যায়। আর মাটিও বেলে মাটির মত চকচকে দেখায়। আমাদের দেশের ছেলে-মেয়েরা হলে তো এই মাটি দিয়েই ভাত-তরকারী খেলত। আমারও মাঝে-মাঝে ছোটবেলাকার ভাত-তরকারী খেলার কথা মনে পড়ত, তখন আমি বালতিতে করে টাংকিতে জমে যাওয়া বেলে মাটি দূরে সরিয়ে টাংকি খালির কাজ করতাম।

[বি. দ্রঃ- এই স্যাটোয়ারটি যারা ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা, রাশিয়া, সৌদিআরব কিংবা দুবাইয়ের মতো দেশগুলো নিয়ে খুশিতে ফেটে পড়ে তাদের উদ্দেশ্যে লেখা। ভাইলোগ তারা নিজের দেশে কিংবা দেশের মানুষের সাথে যত ভালো ব্যবহারই করুন না কেন, কিংবা যত ভালো মানুষির পরিচয় তুলে নিজেদের সভ্য প্রচারের চেষ্টা করুক না কেন, জানুন বিশ্বব্যাপী সাধারন মানুষের জীবন-যাপন দিনকে-দিন কঠিন হয়ে পড়ছে তাদের বহমান কূট-কলাকৌশলের কারণেই। তাদের ভালো মানুষিরুপটা সত্যিকারের হলে- দুনিয়াব্যাপী খড়গ হাতে কারোই হয়ত রক্ত নেশায় ছুটতে হত না।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন