কবি-সাহিত্যিক‘রা বোধহয় বড় বেশী সৌখিন!!! তাই অন্যের অভাব-অভিযোগ কিংবা মুক্তির জন্য লড়াই করলেও, বেশীরভাগ কবি-সাহিত্যিক‘রা অভাবের কাছে বার-বার হেরে যায়।
সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪
শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
রাজনীতি আর সুশিলনীতির মধ্যেকার জ্ঞানের পার্থক্য
আমাদের দেশের রাজনীতি আর সুশিলনীতির মধ্যেকার জ্ঞানের পার্থক্য জানার জন্য পরীক্ষা চলছে। পরীক্ষা নিচ্ছেন দেশের বিজ্ঞেরদল।
তো পরীক্ষায় বিজ্ঞজন বসে আছেন পার্থক্য নিরূপণে আর আম-জনতা উদগ্রীব হয়ে বসে আছে পরীক্ষার ফলাফল দেখতে।
বিজ্ঞ‘জনারা উভয়কে ১-২০ এর নামতা বলতে বলল-
কি ভুখে
জীবনগহ্বরে পিপড়ার দু‘চোয়ালে
চিমটি দেয়া
ক্ষনিকের যে মধুর সুখ,
সে সুখে অধরে ললনাকে
ঠাঁই দেবার বাসনা জাগে।
কি ভুখে এই আমার
স্নায়ুযুদ্ধ যাতনা,
নীলসাগরের ঢেঁউ বুঝে
সাঁতারে ডুবায়?
চিমটি দেয়া
ক্ষনিকের যে মধুর সুখ,
সে সুখে অধরে ললনাকে
ঠাঁই দেবার বাসনা জাগে।
কি ভুখে এই আমার
স্নায়ুযুদ্ধ যাতনা,
নীলসাগরের ঢেঁউ বুঝে
সাঁতারে ডুবায়?
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
স্নিগ্ধ
স্নিগ্ধ তোমায় বারাসনে ডাকি সৃজণ
গোপণে যে ব্যথিছে তাহারে
পদভার তার, করে আপনার
কর তাহরে আপণ
আর নহে কর গোপন।
গোপণে যে ব্যথিছে তাহারে
পদভার তার, করে আপনার
কর তাহরে আপণ
আর নহে কর গোপন।
বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
থাক মা তুমি সয়ে
ওগো মাটি মা; স্বাদের সেতারায় সুর দিতে বল
করূণসুরে বেজে হই, শেষ একবার অঙ্গার
ও‘ঘরে আমার ঠাকুর পুড়ে অমানবিক চিৎকারে
আমি বাকরূদ্ধ হতে চেয়েও, থামাতে পারি না চিৎকার।
সিঁথির সিদুর যায় মুছে আজ, মুছে যায় আমার হাতের শাখ
এ‘জীবন তীথিয়া কি আর ভাসিব ভালো, কোথায় ঠেকিবে জীবন বাঁক!
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪
ধরা‘র অবসর
সূর্য্য‘টাকে গিলে নিয়ে যার জন্ম
উদাসিন চাঁদে কৃষ্ণ প্রহার আলোর
তারার মিছিলে নক্ষত্র ক্ষয়ে খসে
পর্বত্র প্রবালে নামে কালোর প্রহর।
ধীরধীবরে কাল ক্ষয়ে হয় ভোর
ধ্বংস-যজ্ঞের প্রলয় পথে ঘর,
বিরস জন্মে সূর্য্য দেয়না আলো
রূদ্ধশ্বাসে ধরা‘র মাঝে নামে অবসর।
উদাসিন চাঁদে কৃষ্ণ প্রহার আলোর
তারার মিছিলে নক্ষত্র ক্ষয়ে খসে
পর্বত্র প্রবালে নামে কালোর প্রহর।
ধীরধীবরে কাল ক্ষয়ে হয় ভোর
ধ্বংস-যজ্ঞের প্রলয় পথে ঘর,
বিরস জন্মে সূর্য্য দেয়না আলো
রূদ্ধশ্বাসে ধরা‘র মাঝে নামে অবসর।
ভিড়বে বল কোন সে কুলে...
ভৈরব নদ উথলে পড়ে
অশ্রুভরা নোনাজলে;
ধর্মেরডিঙ্গি বাড়িয়ে সে‘স্রোতে
ভিড়বে বল কোন সে কুলে?
সাজানো ঘর ভেঙ্গে দিলে
হলো খান-খান স্বপ্নগুলো,
শঙ্কিত আজ পথে জীবন
নৃশংসতায় হারায় চাল-চূলো।
অশ্রুভরা নোনাজলে;
ধর্মেরডিঙ্গি বাড়িয়ে সে‘স্রোতে
ভিড়বে বল কোন সে কুলে?
সাজানো ঘর ভেঙ্গে দিলে
হলো খান-খান স্বপ্নগুলো,
শঙ্কিত আজ পথে জীবন
নৃশংসতায় হারায় চাল-চূলো।
নাও; মালাউন মেরে ধর্ম কবজ গলায় পড়
ধর্ম তোমার দ্বীধায় পড়ে মালাউনে
পথে-পথে ধরছে ঠেসে মালাউনে
ধর্মের দোহাই দিয়ে তাই, জিহাদ কর
নাও; মালাউন মেরে ধর্ম কবজ গলায় পড়।
এদেশে তোমরা শতাংশে আছ নব্বইভাগ
থাকবে এথায় তোমাদের ধর্ম; তোমাদের রাগ
সে রাগের ক্ষোভ প্রকাশে; মালাউন পোড়
নাও; মালাউন মেরে ধর্ম কবজ গলায় পড়।
পথে-পথে ধরছে ঠেসে মালাউনে
ধর্মের দোহাই দিয়ে তাই, জিহাদ কর
নাও; মালাউন মেরে ধর্ম কবজ গলায় পড়।
এদেশে তোমরা শতাংশে আছ নব্বইভাগ
থাকবে এথায় তোমাদের ধর্ম; তোমাদের রাগ
সে রাগের ক্ষোভ প্রকাশে; মালাউন পোড়
নাও; মালাউন মেরে ধর্ম কবজ গলায় পড়।
সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪
অধিকার
অধিকার ছেড়ে দিতে গেলে অধিকার বিষয়ে তীব্রঘৃণা বা তীব্র উদারতা দেখাতে হয়।
রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪
শেখা
ভূল গন্তব্যে পা বাড়িয়ে শেখ
জীবনটাকে শিখতে-শিখতে দেখ।
জীবনটাকে শিখতে-শিখতে দেখ।
শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
নিরূপণ
মালাউনের দল ভোট দিলেও মরবে, না দিলেও মরবে। পুরো বাংলায় তারাই পক্ষ-বিপক্ষ নিরূপণ করে!!!
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪
সন্দিগ্ন-সংশয় পরম্পর
তিলেকদোষে পথ যাহার নড়বড়
তালের খুটিতে সে পথে হবে ঘর
সন্দিগ্ন-সংশয় পরম্পর।
জানি তিল হতে তাল করিতে
পথে-পথে পড়িতে, কাঁদিতে
মানে-বিমানে এমনে গড়ি ঘর
জীবনভর;
সন্দিগ্ন-সংশয় পরম্পর।
তালের খুটিতে সে পথে হবে ঘর
সন্দিগ্ন-সংশয় পরম্পর।
জানি তিল হতে তাল করিতে
পথে-পথে পড়িতে, কাঁদিতে
মানে-বিমানে এমনে গড়ি ঘর
জীবনভর;
সন্দিগ্ন-সংশয় পরম্পর।
ইচ্ছে
ইচ্ছে করে মাঝে-মাঝে হারিয়ে যাই
হারিয়ে যাই সখী তোমার খেলাঘরের মর্ত্ত খেলায়।।
হারিয়ে যাই সখী তোমার খেলাঘরের মর্ত্ত খেলায়।।
বুধবার, ১ জানুয়ারী, ২০১৪
যাত্রা
জীবন চলছে নীরবে
সাগরের উত্তাল তরঙ্গের সাথে দূর সীমানায়
অসীম আজ হারিয়েছে অতল গহ্বরে
আমি উদ্ভ্রান্তচোখে মলিন যাত্রার পথে।
সাগরের উত্তাল তরঙ্গের সাথে দূর সীমানায়
অসীম আজ হারিয়েছে অতল গহ্বরে
আমি উদ্ভ্রান্তচোখে মলিন যাত্রার পথে।
অভিযোগ
যার পেটের দুখ আছে; তার কাছে স্বার্থ হাসিল নয় বরং পেটের অভিযোগই অনেক বড়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)