শনিবার, ১ জুন, ২০১৩

জাগরণ


অথচ নারীর বুকে জেগে উঠা ঐ মাংসপিন্ডটুকুই নাকি
নিসাড়-নির্জীব পুরুষকেও সজিব করে তোলে
যারা সমাজের কথা বলে; রাষ্ট্রের কথা বলে; বলে সম-অধিকারের কথা
অথচ বুকের উপর পোথিত ঐ মাংসপিন্ডটুকুর মোহতায়
তারা কামনার ঢেঁকুরে অস্থির হয়ে পড়ে
চিৎকার তুলে আহা; এ‘যে কাপড় তুলে সব উন্মুক্ত করে দিলে
বাতাসের ঘুর্ণি‘যে ঐ ছুটছে, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাও হে...


তাদের কাছে তবে এই মাংসপিন্ডটুকুই কি অভিসন্ধিসুর মূল-আহ্বান?
এই নিজের সীমাবদ্ধতাটুকু দমাতে পা পেরেই কি তাদের
নারীর পায়ে শিকল পড়ানোর অতৃপ্ত বাসনা?

বাহ! কি দৃষ্টিভঙ্গি পুরুষ সমাজের
গোপন অভিসার আর চরিতার্থ আচারের নগ্নপশুরুপ তাদের
উন্মোচিত হচ্ছে দিনকে-দিন.....
অথচ অবাক বিষ্ময়ে তারা মুখে নারীর জাগরণের
উচ্ছ্বসিত গান গেয়ে ফেনা তুলছে
আহা! জাগরণ যে আজও গোলকধাঁধাঁয়......

স্যলুকাস সব ভাবনারা;
যখন এতটুকু মাংসপিন্ডের দুর্ধমনীয় বাসনায় শুনি
পুরুষসমাজ উন্মাদ হয়ে যায়,
যখন বাসনারা মানুষেররূপকে
মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখে না; তখন ভাবী
মুখের ভাষাতে কি আর ভালোবাসা‘রা টিকে?
টিকে কি সহমর্মিতা কিংবা সহবেদনা‘রা?
বরং নীরব অভিসারে যা হত;
প্রকাশ্য তার চূড়ান্তরূপ আরো বেশী উন্মেচিত হয়
যার পরিণামে কানে ভাসে, আজকের নারীসমাজ অসতী!

নারী অনুরোধটুকু আমার রেখ
যেওনা ঐ জাগরণের গানে, ঘরে ফিরে তুমি আস
ঘরেই যে তোমার জন্য নিশ্চিন্তের অবস্থান,
এখানে তোমার দেহের ঐ মাংসটুকুর আহ্বান
লুকিয়ে দেখা নির্লজ্জকে সুখ দেবে
এখানে প্রকাশ্যের মতো গোপন অভিসারে
তোমাকে দেহতে কেহ ছোবল দেবে
কিন্তু তা প্রকাশ পাবেনা
কারণ গৃহময় তোমার কষ্টেরা তখন
বুক ফাঁটিয়ে চিৎকার দেবার সুযোগ পাবে না
তোমার অন্তরের শূণ্যতারাও কখনো অস্ফালন করবে না
তুমি বলতেও চাইবে না যে এ তুমিও মানুষ ছিলে!

যে প্রানী হিংস্র-
স্নেহ-ভালোবাসায় পুষেও তার ছোবল থেকে বেঁচে থাকা দুষ্কর
আজ স্নেহ-ভালোবাসাগুলোকে খুন করে দাও,
শিখ পুরুষের মতো হতে-
এ জাতি স্নেহ-ভালোবাসা মুখের প্রকাশ করতে শিখলেও
অন্তরে ভাবে এরা এই তোমাদের অনুগ্রহ করছে
কেননা তোমরা যে আজও তাদের দাসী!

কেন তোমরা অনুগ্রহে বাঁচবে?
আর যদি অনুগ্রহে বাঁচার স্বাদ হয় তবে
খোলসে থাক; কর ঘরের অন্ধকুঠরে দিনাতিপাত
যেখানে তোমাকে আত্মীয়-স্বজন; বন্ধু-বান্ধব খুবলে খেলেও
সমাজের চোখে তুমি সতী থাকবে!
কেননা; ছেটে খাওয়া পুরুষরা ক্ষুধা মিটলে নতুন খাবারের সন্ধান করবে
বার-বার একই খাবার খাওয়ায় তাদের নাকি ব্যামো হয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন