শনিবার, ২ নভেম্বর, ২০১৩

অতৃপ্ত হৃদয়


গতকালও এখানের বাঁশঝাড়ের শন-শন বাতাসে কি যেন একটা ছিল
অতৃপ্ত প্রাণ সে!!!
জীবনের কোন সুপ্তশাপ তাকে গিলেছিল,
বিঁধেছিল প্রাণ তার অতৃপ্ত বাসনায়।

জীবনের লালায়িত সুখ, হাজারো বেদনার বেঁড়ী ভেঙ্গে ফেলে দেয়
উত্তাল জোয়ারে ভেস্তে যায় পাড়ের ধারে নীড়বাঁধা বাবুইয়ের স্বপ্ন।
তবু প্রাণের এপাড়ে সুখ কেড়ে নেয় পাষানের একঝলক আহ্বান।



নিক্ক্বণ পায়ে হেঁটে চলায় সাগরের জোঁয়ার তাকে অনেক ভাবিয়েছে
সে দেখেছে কেমন করে ভেস্তে যায় স্বপ্নে গড়া সুখেরনীড়
তাতে তার হৃদয়ের ক্ষরণ হয়, বিমূর্ত সুখ পৌঁঢ় হয় জীবদ্দশায়।

ক্ষত ক্ষরণে আর কত জমানো যায় আশা-আহ্বান
তাই অস্ত যাওয়া রবির আভায় বিদায়ী হাত নেড়েছিল সে
বলেছিল- “আলো এ মুখে আর ঢেলো না তোমার ঐ‘রূপ উজ্জল”
হ্যাঁ- রবি তার কথা রেখেছে, প্রভাত বেলায় পূর্বেই মাটির অন্ধ কোঠরে
হৃদয়ের আর্তক্ষরণ তার চাপা পড়েছিল বাঁশঝাড়ের ধারে।

মাটিতে তার হৃদয়ের আর্তক্ষরণ চাপা পড়লেও কোন এক মায়া
তার আত্মাকে আহ্বান করে মাটির বর্হিপৃষ্টে......
ঘুমরে উঠে বুকপাটা কান্না তার প্রতিদিনকার আলো ঢলে পড়লে অস্তে
সে কান্নার শিহরণে কেহ আসেনা এপথে একা, কেহ বলে না কথা তার সাথে
আহুত আর্তবিলাপে তাই তার ব্যাথীত হৃদয় ক্ষয়ে-ক্ষয়ে পড়ে সময়ের কালবেলায়
গতকাল, হ্যাঁ গতকাল তার অতৃপ্ত হৃদয় মুক্তি পেয়েছিল.....
সাগরের জোয়ারে বাবুইদের সুখ গেলেও তার আত্মার সুখ মেলে
শান্তি পায় তার অতৃপ্ত হৃদয় ভাসনে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন