শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

মৃত্যু!!!!


মৃত্যু!!!!
নিতে হবে স্বাদ, জন্ম যখন বন্ধন তাড়নায়
প্রহর কেটে, পশ্চিম দিগন্তের ঐ আভাটুকু
পৃথিবীর সুখ খুঁজে নিতে, অমৃত মন্ত্রণায়।

ঐযে; বেদী,
সেখানে সংসার খেলা চলে
স্বপ্ননিয়ে কতজন খেলতে যায় খেলাঘরে।


অনেকে খেলে, অন্তঃহীন বাসনায়
পড়ে দ্যৌদানাটায়, ঠিকানায়
অর্ন্তমোহে জানে না, কি থাকে নিরলে।

রূপালী চাঁদ, সুন্দরের মায়া
বর্ণালি প্রত্যাশা, আলোকের ছায়া
কায়া সুখ ঘুছে যার অব্যক্ত ভাষায়,
তারি নেশায়, অন্ধকারে যাবে চলে দিন
হয়ত স্বর্গ কিবা নরকপীড়ণ বিশ্বাসে
অদেখা ধনপূর্ণ পরলোকের আশায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন