মন মন্দিরে যে ঘন্টা বাঁধা আছে
বাতাসের হিল্লোলে সে দ্যৌলে; কিন্তু বাজে না...
ভালোবাসার ভাবণায় জনে-জনে যাই
যা পাই ভালোলাগা সে, ভালোবাসা হয় না।
চৈত্রের সে দিনেও বসন্ত ছিল
কিন্তু বলা হয়নি কিছু; যা হবার কথা...
মধুর কাননে মধুকরী‘রা বিলিয়েছে মধু
পেয়েছে তারা, বাস যাদের যেথা।
আমি বৈশাখে যেমন ছিলাম,
মাঘেও তেমন, কাটে দিন তেমন ফাল্গুণে...
ডালে-ডালে ফুল, ফুটে মনোহর
দেখে-দেখে মন ছুটে অগ্রহায়ণে।
শিরিষে ফুলের সৌরভ ভাসে
আঁশে ভাসে সে, যার সৌরভ চেনা...
থালা ভরা কারও অরুচি জমে
কারও মোটে সিকি-আনা।
আমারও সিকি-আনা পথের সম্ভল
শুণ্যহৃদয় খা-খা করে, ঢেঁকে মুখে অম্বল...
আজ ভাবী মন বড় যার, পাই যদি হাত তার
তাকে ঘিরে গড়ব আমার, ছোট্ট মধুর সংসার।
বাতাসের হিল্লোলে সে দ্যৌলে; কিন্তু বাজে না...
ভালোবাসার ভাবণায় জনে-জনে যাই
যা পাই ভালোলাগা সে, ভালোবাসা হয় না।
চৈত্রের সে দিনেও বসন্ত ছিল
কিন্তু বলা হয়নি কিছু; যা হবার কথা...
মধুর কাননে মধুকরী‘রা বিলিয়েছে মধু
পেয়েছে তারা, বাস যাদের যেথা।
আমি বৈশাখে যেমন ছিলাম,
মাঘেও তেমন, কাটে দিন তেমন ফাল্গুণে...
ডালে-ডালে ফুল, ফুটে মনোহর
দেখে-দেখে মন ছুটে অগ্রহায়ণে।
শিরিষে ফুলের সৌরভ ভাসে
আঁশে ভাসে সে, যার সৌরভ চেনা...
থালা ভরা কারও অরুচি জমে
কারও মোটে সিকি-আনা।
আমারও সিকি-আনা পথের সম্ভল
শুণ্যহৃদয় খা-খা করে, ঢেঁকে মুখে অম্বল...
আজ ভাবী মন বড় যার, পাই যদি হাত তার
তাকে ঘিরে গড়ব আমার, ছোট্ট মধুর সংসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন