আজ গাহি নবদহণের গান
করি বৈশেখে আহ্বান।
ফুলে-ফলে-বাতাসে মধুকরি মৌ-মৌ
নবচিত্তে গাহি হৃদ্দের গান
করি বৈশেখে আহ্বান।
জানি মেঘালয় আজ থমকে গেছে
জরা-ব্যাধি-শোকে
জানি দহণে আজ অতৃপ্ত সুখ
জীবনে জীবন ধুকে।
তবু; উড়ো পাখির মত উড়ে-উড়ে করি
নব জীবনের জয়গান
ধরিত্রীর বুকে নেমে আসুক সুখ
করি বৈশেখে আহ্বান।
করি বৈশেখে আহ্বান।
ফুলে-ফলে-বাতাসে মধুকরি মৌ-মৌ
নবচিত্তে গাহি হৃদ্দের গান
করি বৈশেখে আহ্বান।
জানি মেঘালয় আজ থমকে গেছে
জরা-ব্যাধি-শোকে
জানি দহণে আজ অতৃপ্ত সুখ
জীবনে জীবন ধুকে।
তবু; উড়ো পাখির মত উড়ে-উড়ে করি
নব জীবনের জয়গান
ধরিত্রীর বুকে নেমে আসুক সুখ
করি বৈশেখে আহ্বান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন