হে পৃথিবী;
যদি নষ্ট হবার পথ হয় গগণসম
তবে পাপিষ্ট কেন আমি শুদ্ধজনে ?
আকাশের নীলে যদি সাদা আর কালো মেঘের সংমিশ্রন ঘটে নিয়ত
তবে অজ্ঞতা কেন আমার মনে ?
পৃথিবীর শুভ্রতা ছেড়ে, আমিই কি শুধু কুয়াশার ঘোরে পথ হাঁটি ?
আমার কাছেই কি শুধু দিন রাত্রি ?
তবে বলো দিবালোক হঠাৎ অন্ধকার নামে কেন ?
কেন কলংক জমে অদৃশ্য ছৌঁয়ায় হৃদয় দহন ?
মুখ থুবড়ে পথ চলি, যত নিয়ম শৃঙ্খল ভেঙ্গে
কি লাভ বলো নিয়মের তোয়াক্কা করে
যে নিয়মের শৃঙ্খল বীষ ঢেলে দেয়, প্রতিটি অঙ্গ-প্রতঙ্গে ?
অবুঝের চোখভোলা চোখে আমি আজ আপনভোলা
পরার্থ নয় তো, স্বার্থসিদ্ধ মনে পথ চলা।
বিহঙ্গ ব্যাকুল যদি হয় ফুলের সনে
কি সুখে যাবে বলো, অন্য কুঞ্জবনে ?
তাইতো এগিয়ে যাই পথ, ভুল ভরা যে পথে একটু সুখ আছে
সবাই না হয় ঠেলে গেল আমায়, অস্তঃ রবির মাঝে।
যদি নষ্ট হবার পথ হয় গগণসম
তবে পাপিষ্ট কেন আমি শুদ্ধজনে ?
আকাশের নীলে যদি সাদা আর কালো মেঘের সংমিশ্রন ঘটে নিয়ত
তবে অজ্ঞতা কেন আমার মনে ?
পৃথিবীর শুভ্রতা ছেড়ে, আমিই কি শুধু কুয়াশার ঘোরে পথ হাঁটি ?
আমার কাছেই কি শুধু দিন রাত্রি ?
তবে বলো দিবালোক হঠাৎ অন্ধকার নামে কেন ?
কেন কলংক জমে অদৃশ্য ছৌঁয়ায় হৃদয় দহন ?
মুখ থুবড়ে পথ চলি, যত নিয়ম শৃঙ্খল ভেঙ্গে
কি লাভ বলো নিয়মের তোয়াক্কা করে
যে নিয়মের শৃঙ্খল বীষ ঢেলে দেয়, প্রতিটি অঙ্গ-প্রতঙ্গে ?
অবুঝের চোখভোলা চোখে আমি আজ আপনভোলা
পরার্থ নয় তো, স্বার্থসিদ্ধ মনে পথ চলা।
বিহঙ্গ ব্যাকুল যদি হয় ফুলের সনে
কি সুখে যাবে বলো, অন্য কুঞ্জবনে ?
তাইতো এগিয়ে যাই পথ, ভুল ভরা যে পথে একটু সুখ আছে
সবাই না হয় ঠেলে গেল আমায়, অস্তঃ রবির মাঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন