প্রজাপতি, সেদিন তুমি লুকিয়েছ চোখের অশ্রু
বুঝেছ নির্মোহ ভালোবাসা সে তোমার একা
আমি গোপনে তোমার অনুরাগ দেখেছি
বইয়ে অশ্রুধারায় আমার অনুযোগের নৌকা।
চঞ্চলমন তোমার ভাষা বুঝেছিল সে অনেকদিন আগে
পাশাপাশি থাকা; হাতে-হাত রাখা; এ শুধু বন্ধুত্ব নয়
আগ্রহ তার অগ্রহাতে অনেক আগেই জড়িয়েছে বন্ধনে
মুখখুলে মনের ভাষা বলা, সে যেমন তোমার আমারও হয়।
বলতে পারনি তুমি, আমারও বলা হয়নি কোনদিন
তাই বলে কি বোঝা হয় না; বাহুডোরে বাঁধা অন্তরগাঁথা সুখ
চিরকাল মুখের প্রকাশেই কি বোঝা হয় ভালোবাসা
চিনচিন ব্যথা গুমরেকাঁদে, অচিন পথে ভালোবাসার দুখ।
বুঝেছ নির্মোহ ভালোবাসা সে তোমার একা
আমি গোপনে তোমার অনুরাগ দেখেছি
বইয়ে অশ্রুধারায় আমার অনুযোগের নৌকা।
চঞ্চলমন তোমার ভাষা বুঝেছিল সে অনেকদিন আগে
পাশাপাশি থাকা; হাতে-হাত রাখা; এ শুধু বন্ধুত্ব নয়
আগ্রহ তার অগ্রহাতে অনেক আগেই জড়িয়েছে বন্ধনে
মুখখুলে মনের ভাষা বলা, সে যেমন তোমার আমারও হয়।
বলতে পারনি তুমি, আমারও বলা হয়নি কোনদিন
তাই বলে কি বোঝা হয় না; বাহুডোরে বাঁধা অন্তরগাঁথা সুখ
চিরকাল মুখের প্রকাশেই কি বোঝা হয় ভালোবাসা
চিনচিন ব্যথা গুমরেকাঁদে, অচিন পথে ভালোবাসার দুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন