শুক্রবার, ১২ জুন, ২০১৫

প্রতিজ্ঞা ভঙ্গকারী বেইমান আমরা

বিদ্যালয় জীবনে দশ থেকে এগার বছর পাঠ করা শপদ বাক্য আজ কয়জন মনে রেখেছে?
চারিদিকে তাকিয়ে দেখী সকলে ছুটছে, ছুটছে কেবল নিজেকে নিয়ে, নিজের অবস্থান নিয়ে।
আজ সকলের ক্ষমতা চাই, খ্যাতি চাই, সুখ-সাম্রাজ্য চাই।
সময়ের প্রয়োজনে যখন সকলের সৎ থাকাটা জরুরী, সৎ সাহসটা জরুরী। তখন দেখছি- সকলে মৃত্যু ভয়ে কুণ্ঠিত, পরিণাম নিজের সন্মুখে না এসে দাঁড়ালে কেউ কারও হাতটাকে ধরবারও প্রয়োজন বোধ করে না।

সত্যি সেদিন আমরা কতটা নিলর্জ বেহায়ার মতো শপদ বাক্য গিলে খেয়েছি। শত-শত বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষিকা, আকাশ-বাতাস সাক্ষী রেখে শপদ করা কতটা প্রতিজ্ঞা ভঙ্গকারী বেইমান আমরা।

অথচ একসময় নিষ্কোমল মন শপদবাক্য পাঠে কতটাই না তেজদীপ্ত হত, কতটাই না বলিষ্ঠ হত, কতটাই না দৃড় থাকত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন