প্রদীপের সলতে হতে বলো না প্রিয়ে, আমি জ্বলে অঙ্গার
তুমি কারও প্রতীক্ষার
তারচেয়ে বরং মোম হও, আমি হব সুতো ভিতরকার
দুজনে জ্বলে হব একাকার, ছড়াবো আলোক চারিধার।
তুমি কারও প্রতীক্ষার
তারচেয়ে বরং মোম হও, আমি হব সুতো ভিতরকার
দুজনে জ্বলে হব একাকার, ছড়াবো আলোক চারিধার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন