শুক্রবার, ১২ জুন, ২০১৫

শরীরের অয়বব দিয়ে কি নিজের কদর্যরুপ ঢাঁকা যায়

প্রতিনিয়ত আবছা বিষয়গুলো দেখার মানষিকতায় আমাদের অবস্থা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখানে আমরা এখন সঠিক পরিশোধিত শুদ্ধটাকেই দেখতে পাই না।

কারও কান কাটল, আবছায় আমরা দেখি সে ক্ষত-বিক্ষত হয়ে পড়ে আছে...
কারও চোখ হারালে, আবছায় আমরা দেখী তাকে মাটির অন্ধকার ঘরে...

সারাদিন মিথ্যা-অপশক্তি-অপকৌশল দেখতে-দেখতে, শুনতে-শুনতে আমরা নিজের অজান্তেই এক-একজন হয়ে পড়ছি সবচেয়ে বড় প্রতারক প্রপঞ্চক।

আমরা এখন নিত্যদিন নিজেদের জন্য কৌশল খুঁজি। নিজেদের হীনমণ্যতাকে প্রতিষ্ঠা করতে আমরা আশ্রয় খুঁজি। অথচ আমাদের যাচাইয়ের ভাবনার যথেষ্ঠ সুযোগ আছে, বোঝার বোধ সৃষ্টির মগজ আছে। আলো-আঁধার, সাদা-রঙ্গিন দেখার মতো জ্বলজ্বলে চোখ আছে। তবু...

আসলে মানুষ থাকতে চাওয়ার বোধ না থাকলে শরীরের অয়বব দিয়ে কি নিজের কদর্যরুপ ঢাঁকা যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন