চলে যাব;
শৈশব গেছে, কৈশর গেছে, ধীরে-ধীবরে যৌবণও সে যায়
অথচ খড়-কুটেতে আটকে থাকা শরীর চিতলে শীতল হয়!
তাই বলে ভেবো না- চিতলে দাঁড়কাক দাঁড়াবে বিনা অনাদরে।
লক্ষ তাঁরারা ডুবে যায় মাঘের পূর্ণিমার জ্যোৎস্না স্নানে এসে
গোপণ শশীকিরণ পৌঁছে কাঁধ-জোড়াল বয়ে যুবকের ধমনীতে
ডুবে মর্ত্ত হওয়া প্রেমের পালে হাওয়া ধরা তেরটি প্রেমের আখ্যান
অথচ সলিল গল্পে জমে থাকে কত-কত ভুতূড়ে সমীক্ষা।
জাত-বিজাত সব খেয়ে মরেছে লাজের নিশানা-
আট-পৌঁড় যৌবনের বেহালে তবুও যখন বেহুলাসতীর গল্প শুনি
দেখি কতজনার চোখ ঝাপসা হয়ে ভরে যায় নোনাজলে;
তবুও এ জানি; স্বীকৃতি বিনে সতীর সতীত্ব কলংকে ডাঁকা পড়ে।
চলে যাব;
শৈশব গেছে, কৈশর গেছে, ধীরে-ধীবরে যৌবণও সে যায়
অথচ ফিরে পাবার লোভে বাসনার দেহ কেটে টুকরো হয়!
তাই বলে ভেবো না- যাতনার সাথে বসত করব দিন-দিন অনাদরে।
শৈশব গেছে, কৈশর গেছে, ধীরে-ধীবরে যৌবণও সে যায়
অথচ খড়-কুটেতে আটকে থাকা শরীর চিতলে শীতল হয়!
তাই বলে ভেবো না- চিতলে দাঁড়কাক দাঁড়াবে বিনা অনাদরে।
লক্ষ তাঁরারা ডুবে যায় মাঘের পূর্ণিমার জ্যোৎস্না স্নানে এসে
গোপণ শশীকিরণ পৌঁছে কাঁধ-জোড়াল বয়ে যুবকের ধমনীতে
ডুবে মর্ত্ত হওয়া প্রেমের পালে হাওয়া ধরা তেরটি প্রেমের আখ্যান
অথচ সলিল গল্পে জমে থাকে কত-কত ভুতূড়ে সমীক্ষা।
জাত-বিজাত সব খেয়ে মরেছে লাজের নিশানা-
আট-পৌঁড় যৌবনের বেহালে তবুও যখন বেহুলাসতীর গল্প শুনি
দেখি কতজনার চোখ ঝাপসা হয়ে ভরে যায় নোনাজলে;
তবুও এ জানি; স্বীকৃতি বিনে সতীর সতীত্ব কলংকে ডাঁকা পড়ে।
চলে যাব;
শৈশব গেছে, কৈশর গেছে, ধীরে-ধীবরে যৌবণও সে যায়
অথচ ফিরে পাবার লোভে বাসনার দেহ কেটে টুকরো হয়!
তাই বলে ভেবো না- যাতনার সাথে বসত করব দিন-দিন অনাদরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন