শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

নিষ্কৃতি ও জিজ্ঞাসা

বর্ণচোরা; যতবার হাত বাড়িয়েছে
ততবারই করে গেছে এ দেহে কারবার
আমি ধরতে পারি, বরাবরই ধরতে পারি
কিন্তু ততক্ষনে সে নেই।
আমারও অবস্থা নেই
আগের মতো পথে দাঁড়াবার!
বটতলার সন্ন্যাসী
সে সাঁঝ হলে কোথায় ফিরে যায়
পথের ভিখারী

সেও বেলা শেষে ঘরে পৌঁছে,
শুধু আমার ফেরা হয় না, পথেই পড়ি!
অথচ কত কি ভেবে চুপ থাকে অর্ন্তযামী!
নিষ্কৃতির ইচ্ছের বেলায়ও নিজেকে অনেক বুঝাই
কিন্তু পথে পড়ে-পড়ে যৌবনের শেষ প্রণোদনায়-
সব ভবিতব্য অকর্তব্য হয়ে যায়;
না হলে জগতের সীমারেখা মাপতে হবে কেন?
এক জীবনে এত ভূল কেন?
এতটা হেঁটে এসেও রাস্তায় পড়ে কেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন