রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

নষ্ট চেতনা

এ দংশন হতে নিস্তার মিলবে কিসে?
যদি দংশনে নতজানু হয় বিবেকের দায়,
মুক্ত হবার দায়ভার হতে মুক্তির মুহূর্তে?

ভাবতে গেলে অবাক হই!
মানুষ যদি মানুষই হয়, তবে এ দায় হবে কেন?
যে জন্মদাতা-জন্মদাত্রী রক্তধারায় পুষে, তাদের নিষ্ঠুর পরিণয়

যে মাটির দাগ লেগে দেহের আদ্যপৃষ্ঠে, তাঁর স্বীকৃতি কপটময়
।।এ তো আপন দায়িত্বেই শেষ হবার কথা ছিল।।

অন্ধকার ছেড়ে আলোতে এলে দেখী-
বড় স্বার্থন্বেষী আমাদের এ হৃদয়।
দায়ভার হতে নিষ্কৃতির সুযোগে অবেগতাড়িত হই বটে
কিন্তু; দায়ভার কাঁধে ভর দিলেই, সকলে নড়েচড়ে বসি
কেননা; আমাদের হৃদয়-চেতনা-নাড়িভুড়ি সব পঁচে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন