মাননীয় প্রধানমন্ত্রী;
আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত আর দুঃখিত। দুঃখ ভারাক্রান্তচিত্তে বলছি- আপনার দল আওয়ামীলিগ কিছু শিখুক আর না শিখুক রাজনীতি করতে শিখেছে, তাই তাদের কাছে সবধরনের চলন-বলন-ধরন ‘ই রাজনীতির চালে চালিত করতে উৎসাহ দেয়। এখানে আমাদের আম-জনতার চাওয়া-পাওয়া তাদের কাছে বড় কিছু নয়, আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতার মসনদে বসে ইতোমধ্যে আপনারা তা আমাদের দেখিয়েও দিয়েছেন।
জনাবা, আপনার নিকট সবিনয় নিবেদন করছি- আপনি যুদ্ধাপরাধীদের নামে প্রহসণের বিচার বন্ধ করুন। চার-পাঁচটি মামলা ঘৃন্য আপরাধীর অপরাধ প্রমানিত হবার পরও যে অপরাধীকে রাষ্ট্র জনগনের রক্তঝরা ঘামে উপার্জিত অর্থে ভরণ-পোষনের নিশ্চয়তা দেয়। সে অপরাধীকে তার নিজের অর্জিত অর্থে চলার ব্যবস্থা করুন। দয়া করে আমাদের অর্জিত রক্তঝরা ঘামের মূল্য দিন। এতে আমরা অন্ততঃ এই ভেবে সুখী হতে পারব যে, আমাদের রক্তঝরা ঘামের অর্থে আমরা কোন অপরাধীকে তোষন করিনি। আর অপরাধী চক্রের সাপোর্টারও দারূন উল্লাস নিয়ে নতুন রাজনৈতিক কৌশলের ফাঁদ বিস্তার করতে পারবে। যা আপনাদের ইচ্ছে, কেননা আপনারা রাজনীতি করতে এসেছেন, আপনাদের সবসময় রাজনীতি করার ইচ্ছে, আপনারা সবসময় রাজনীতি করতে চান।
ধন্যবাদান্তে
আম-জনতা
আমরা লজ্জিত, আমরা খুবই লজ্জিত আর দুঃখিত। দুঃখ ভারাক্রান্তচিত্তে বলছি- আপনার দল আওয়ামীলিগ কিছু শিখুক আর না শিখুক রাজনীতি করতে শিখেছে, তাই তাদের কাছে সবধরনের চলন-বলন-ধরন ‘ই রাজনীতির চালে চালিত করতে উৎসাহ দেয়। এখানে আমাদের আম-জনতার চাওয়া-পাওয়া তাদের কাছে বড় কিছু নয়, আমাদের নাগরিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতার মসনদে বসে ইতোমধ্যে আপনারা তা আমাদের দেখিয়েও দিয়েছেন।
জনাবা, আপনার নিকট সবিনয় নিবেদন করছি- আপনি যুদ্ধাপরাধীদের নামে প্রহসণের বিচার বন্ধ করুন। চার-পাঁচটি মামলা ঘৃন্য আপরাধীর অপরাধ প্রমানিত হবার পরও যে অপরাধীকে রাষ্ট্র জনগনের রক্তঝরা ঘামে উপার্জিত অর্থে ভরণ-পোষনের নিশ্চয়তা দেয়। সে অপরাধীকে তার নিজের অর্জিত অর্থে চলার ব্যবস্থা করুন। দয়া করে আমাদের অর্জিত রক্তঝরা ঘামের মূল্য দিন। এতে আমরা অন্ততঃ এই ভেবে সুখী হতে পারব যে, আমাদের রক্তঝরা ঘামের অর্থে আমরা কোন অপরাধীকে তোষন করিনি। আর অপরাধী চক্রের সাপোর্টারও দারূন উল্লাস নিয়ে নতুন রাজনৈতিক কৌশলের ফাঁদ বিস্তার করতে পারবে। যা আপনাদের ইচ্ছে, কেননা আপনারা রাজনীতি করতে এসেছেন, আপনাদের সবসময় রাজনীতি করার ইচ্ছে, আপনারা সবসময় রাজনীতি করতে চান।
ধন্যবাদান্তে
আম-জনতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন