দেবার মতো নেই যে কিছু,
শূণ্য আমি ধরা তলে
বাসনা তোমার পূর্ণ চাঁদ,
নেমেছ সুখে অতল জলে।
আমার নাই যে কিছু নাই,
আমার ভেতর তোমার ছায়া আঁধারে লুকাই
তোমার পথ জ্যোৎস্নার আলোয়,
যাও সে পথে দেই দোহাই।
শূণ্য আমি ধরা তলে
বাসনা তোমার পূর্ণ চাঁদ,
নেমেছ সুখে অতল জলে।
আমার নাই যে কিছু নাই,
আমার ভেতর তোমার ছায়া আঁধারে লুকাই
তোমার পথ জ্যোৎস্নার আলোয়,
যাও সে পথে দেই দোহাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন