ছেড়ে দেবার মত শূণ্য এ‘ঘর, নির্ঘুম আঁধার
আকাশ-বাতাস-রাত মর্ত্ত হয় মাদকতায়
অনন্ত যৌবণ ঘিরে কেবল শূণ্য হাহাকার।
ওপাড়ের ষোড়সী বালিকা, সেও বুঝে উঠে না,
সাত-সকালে ফুল তুলতে তারও মনে আসে
কার আশায় ফুল তোলা? কার আশায় গাঁথা মালা?
অথবা কার তরে হৃদয় জড়িয়ে পড়ে ফাঁসে।
আকাশ-বাতাস-রাত মর্ত্ত হয় মাদকতায়
অনন্ত যৌবণ ঘিরে কেবল শূণ্য হাহাকার।
ওপাড়ের ষোড়সী বালিকা, সেও বুঝে উঠে না,
সাত-সকালে ফুল তুলতে তারও মনে আসে
কার আশায় ফুল তোলা? কার আশায় গাঁথা মালা?
অথবা কার তরে হৃদয় জড়িয়ে পড়ে ফাঁসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন